[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্প হলে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ১১:৪১ এএম

সংগৃহীত ছবি

দেশে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে আতঙ্ক না ছড়িয়ে তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা।

তাদের মতে, ভূমিকম্পের সময় মানুষের অধিকাংশ ক্ষয়ক্ষতি ঘটে ভুল সিদ্ধান্ত ও হঠাৎ দৌড়াদৌড়ির কারণে।

বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পের সময় ঘরের ভেতর অবস্থান করলে নিরাপদে থাকার জন্য মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে এবং মাথা–ঘাড় ঢেকে রাখতে হবে।

জানালা, কাঁচ, আলমারি বা ভারী জিনিসপত্রের পাশে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তারা আরও বলেন, প্রচলিত ধারণার মতো দরজার ফ্রেমে দাঁড়ানো নিরাপদ নয়।

বাইরে অবস্থান করলে খোলা জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ভবন, বৈদ্যুতিক খুঁটি, বড় গাছ বা সাইনবোর্ড থেকে দূরে থাকতে হবে। গাড়িতে থাকলে দ্রুত গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে অপেক্ষা করতে হবে।

ভূমিকম্প চলাকালে বা ঠিক পরপরই লিফট ব্যবহার না করার নির্দেশ দেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প থামার পর ক্ষতিগ্রস্ত ভবনে না ঢুকে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।

এ ছাড়া জরুরি পরিস্থিতির জন্য হাতে রাখা উচিত একটি "ইমার্জেন্সি কিট"—যাতে থাকবে পানির বোতল, টর্চলাইট, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজের কপি।

বিশেষজ্ঞরা বলেন, সচেতনতা ও প্রস্তুতি থাকলে ভূমিকম্পের সময় বড় ধরনের ক্ষতি ও হতাহতের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর