[email protected] মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৭:০০ পিএম

চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা মোড় এলাকায় শহীদ

ওয়াসিম আকরাম উড়াল সড়ক (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি রেলিং ভেঙে নিচের রাস্তায় পড়ে যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে। এতে গাড়িতে থাকা তিনজন গুরুতরভাবে আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি বিমানবন্দর দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

উদ্ধারকারীরা জানান, আহত তিনজনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর