[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দুই ভবনের ফাঁকে শিক্ষার্থীর মরদেহ, পুলিশ বলছে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর আফতাবনগর এলাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ দাবি করেছে, শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন এবং মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম বিএম মুশফিকুজ্জামান (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মুশফিকুজ্জামান ওই দিন ক্লাসে যোগদান করেছিলেন। বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পরই তাকে দুই ভবনের ফাঁকে মৃত অবস্থায় দেখা যায়। উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,

"আমাদের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

ওসি হাবিবুর রহমান আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে পড়েছেন, তাই এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে মৃত্যুর চূড়ান্ত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর