[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনাকে ফেরাতে নতুন উদ্যোগে সরকার : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৬:১৪ পিএম

সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সংঘটিত হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন,

সরকার দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ফেরাতে নতুন আন্তর্জাতিক প্রক্রিয়া বিবেচনা করছে, যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এ যাওয়ার বিষয়টিও আলোচনা হচ্ছে।

আইন উপদেষ্টা জানান,
শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
তিনি আশা প্রকাশ করেন, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি সম্মান দেখিয়ে ভারত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত দিতে সহযোগিতা করবে।

আসিফ নজরুল বলেন,
“বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে তাদের ফেরত আনাটা সরকারের অগ্রাধিকার। ভারত এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর