চার দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায়
পৌঁছাচ্ছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা জোরদার করতেই তার এই সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
কমনওয়েলথের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অবস্থানকালে মহাসচিব রাজনৈতিক নেতৃত্ব, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সফর বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন পরিবেশ বোঝার এক বিশেষ সুযোগ তৈরি করবে।
সফরের অংশ হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের বরেণ্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন। এসব আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনায় শান্তি-স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে মতবিনিময় হবে। মহাসচিব কমনওয়েলথের সর্বশেষ কৌশলগত পরিকল্পনাও তুলে ধরবেন, যার অন্যতম স্তম্ভ গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা।
সফরের আগে এক বিবৃতিতে শার্লি বচওয়ে বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র। নানা অংশীদারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা গভীরভাবে বোঝার চেষ্টা করবেন এবং পারস্পরিক সম্মান বজায় রেখে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে কাজ করবেন।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের অংশীদার হিসেবে কমনওয়েলথ বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সবার অধিকার-সম্মান নিশ্চিতকারী নির্বাচন পরিবেশ গঠনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সফরটি গত মাসে সংঘটিত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের কার্যক্রমের ধারাবাহিকতা বলেও জানানো হয়েছে। সে দলটি দেশের রাজনৈতিক ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে নির্বাচনী পরিবেশ মূল্যায়ন করেছিল।
এসআর
মন্তব্য করুন: