ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি নিয়ে সরকারি তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সিঙ্গাপুরে চলমান সালিশি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এক আবেদনের শুনানি শেষে আদালত এ অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে।
এর আগে আদানি গ্রুপের সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম হাইকোর্টে আবেদন করেন। গত ৬ নভেম্বর তিনি পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে আইনি নোটিশ পাঠান—চুক্তিটি তিন দিনের মধ্যে পুনর্বিবেচনা বা বাতিলের উদ্যোগ নিতে।
আবেদনকারী আইনজীবী আবদুল কাইয়ুম বলেন,
“তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে যদি সিঙ্গাপুরে আদানি গ্রুপ পাওনা নিয়ে সালিশি কার্যক্রম শুরু করে, তাহলে তদন্তের গুরুত্ব হারিয়ে যাবে।”
তার দাবি, চুক্তিতে একাধিক অনিয়ম রয়েছে এবং সেগুলো খতিয়ে দেখতে তদন্ত অপরিহার্য।
উল্লেখ্য, ঠিক এক বছর আগে—গত বছরের ১৯ নভেম্বর—হাইকোর্টের আরেকটি বেঞ্চ একই চুক্তি বিষয়ে করা রিটের পর রুল জারি করে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে চুক্তির সব দিক পর্যালোচনা করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়।
এসআর
মন্তব্য করুন: