রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় জরুরি সেবা
৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির নাম মধু মিয়া (৫৫)।
বুধবার সকালে প্রায় সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৃতীয় তলায় একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মধু মিয়ার বাড়ি শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায়। তিনি ভাটারার ছোলমাইদ পূর্ব পাড়া কাজিবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন জানান, সকালে ৯৯৯ নম্বরে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তিনি আরও বলেন, মধু মিয়ার স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। রাতে স্বামীকে ডাকলেও সাড়া না পেয়ে তিনি ভেবেছিলেন, স্বামী ঘুমিয়ে আছেন। সকালে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন, মধু মিয়া ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলছেন।
তিনি আরও জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসআর
মন্তব্য করুন: