[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ৩:১৮ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয়

নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “জাতির বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে সত্যিকারের আনন্দঘন ও শান্তিপূর্ণ একটি উৎসবে পরিণত করতে আমরা সেনাবাহিনীর সমর্থন প্রত্যাশা করি।”

জুলাই মাসের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকাও তিনি স্মরণ করেন। তিনি মন্তব্য করেন, সেনাবাহিনী সেই সময় যথাযথ সিদ্ধান্ত নিয়েছিল, এবং এজন্য তিনি তাদের প্রশংসা করেন।

এ বছরের কোর্সে বাংলাদেশসহ চীন, ভারত, পাকিস্তান, তুরস্কসহ ২৪টি দেশের মোট ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। কোর্স সম্পন্নকারীরা অর্জিত জ্ঞান ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের সংকটময় পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর