জুলাই–আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধা’দের তালিকা নিয়ে নানা অভিযোগ ও অসঙ্গতি ওঠার পর রংপুর বিভাগের আরও ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১৭ নভেম্বর) উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০/২০২৫)-এর ১১(৪) ধারা এবং Rules of Business 1996 Gi Schedule-1 (Allocation of Business) এর ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে রংপুর বিভাগের এই ৫৩ জনের নাম সরকার বাতিল করেছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৩ আগস্ট আন্দোলনে প্রাণ হারানো শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে মন্ত্রণালয়। বর্তমানে সরকারিভাবে শহীদের সংখ্যা ৮৩৬ জন।
এদিকে ‘জুলাই যোদ্ধা’দের শ্রেণিবিন্যাস অনুযায়ী—
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রথমবারের মতো জুলাই যোদ্ধাদের গেজেট বাতিলের মতো বড় ধরনের পদক্ষেপ নেওয়া হলো, যা যাচাই–বাছাই প্রক্রিয়াকে আরও কঠোর করার অংশ।
এসআর
মন্তব্য করুন: