একটি মামলায় পলাতক রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিমের বাবা সোবহান।
তিনি মনে করেন, ন্যায়বিচারের প্রক্রিয়া সঠিক পথে এগোচ্ছে।
গত বছর জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর চৌরাস্তায় গুলিতে নিহত জসিমের স্মৃতি স্মরণ করতে গিয়ে সোবহান আবেগাপ্লুত হয়ে বলেন, “আল্লাহ ঠিক বিচার করছে। যদি অভিযুক্তকে দেশে ফিরিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া যায়, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।” তার ভাষ্যমতে, দীর্ঘদিনের অপেক্ষার পর এই রায় তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে।
স্থানীয় অনেকের মতে, সোবহানের বক্তব্য শুধু এক শোকাহত পিতার অনুভূতিই নয়; বরং গত বছরের আন্দোলনে নিহত বহু পরিবারের ন্যায়বিচারের প্রত্যাশাকেও প্রতিফলিত করে।
উল্লেখ্য, জুলাই–আগস্টে চলা গণঅভ্যুত্থানে মোহাম্মদপুর চৌরাস্তায় গুলিতে জসিম নিহত হন। ন্যায়বিচারের দাবিতে পরিবারটি তখন থেকেই বিচারপ্রক্রিয়ার অগ্রগতি প্রত্যাশা করে আসছিল। সাম্প্রতিক আদালতের ঘোষিত রায়কে তারা সেই দীর্ঘ প্রতীক্ষার একটি ধাপ হিসেবে বিবেচনা করছেন।
এসআর
মন্তব্য করুন: