গত ১০ মাসে রাজধানী ঢাকায় মোট ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিসি তালেবুর রহমান জানান, শুধুমাত্র অক্টোবর মাসেই রাজধানীতে ১৮টি হত্যাকাণ্ড ঘটেছে। বেশির ভাগ ঘটনার পর দ্রুততম সময়ে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি বলেন, “পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে।”
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এখন পর্যন্ত জনি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।
তিনি আরও বলেন, রাজধানীতে সম্ভাব্য যে কোনো নাশকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: