[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার রায় থেকে শিক্ষা নেওয়া উচিত : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৭:৫০ এএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের কর্মফল

একদিন না একদিন ফিরে আসেই—যেমন কর্ম, তেমন ফল। যারা একসময় অন্যায়ভাবে মানুষের জীবন কেড়ে নিয়েছে, আজ তারাই মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড়িয়েছে। আল্লাহর ন্যায়বিচার থেকে কেউ রক্ষা পায় না। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—অন্যায় কখনোই চাপা পড়ে থাকে না।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদীসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অতীতের অত্যাচার ও অবিচার সময়ের বিচারেই প্রকাশ পায়। তাই ক্ষমতার মোহে অন্ধ না হয়ে সত্য, ন্যায় ও নৈতিকতার পথেই হাঁটতে হবে; সেখানেই মুক্তি।

ইয়াবা ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, ইয়াবা কেনা–বেচা সম্পূর্ণ হারাম। এই নেশা সমাজে খুনোখুনি, অশান্তি ও পরিবারের ভাঙন সৃষ্টি করছে। তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

তরুণদের রক্ষায় পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।

ড. খালিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং জাতির কল্যাণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

নিজের দায়িত্বকাল সম্পর্কে তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়কে তিনি দুর্নীতিমুক্ত করেছেন এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন। সৎ ও সুস্থ কর্মপদ্ধতি অনুসরণ করলেই দেশ পরিচালনা সম্ভব।

বক্তব্যের শেষাংশে তিনি আলেম সমাজের গুরুত্ব তুলে ধরে বলেন, একদিন আলেমদের হাতেই রাষ্ট্রের নেতৃত্ব যাবে—ইনশাআল্লাহ। তাদের নেতৃত্বেই দেশ আলোকিত হবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর