[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৯:০৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংলাপের প্রথম সেশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। একইসঙ্গে আচরণবিধি লঙ্ঘন, নিরাপত্তা ঝুঁকি ও প্রযুক্তির অপব্যবহার—এসব বিষয়ে কমিশনের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংলাপ শেষে সিইসি জানান, নানা কারণে এবার আলোচনার সূচনা দেরিতে হলেও ইসি চাইছে নির্বাচন প্রস্তুতির প্রতিটি ধাপকে সুশৃঙ্খল রাখতে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হবে এবং রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আনওয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি পরিপন্থী কোনো কাজই প্রশ্রয় পাবে না, লঙ্ঘন ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময় মাঠে থাকবে ইসির বিশেষ অবজারভেশন টিম। তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন, তবে প্রার্থী হতে পারবেন না।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়—সবার সম্মিলিত প্রচেষ্টাই জরুরি। তিনি কেন্দ্র দখল ঠেকাতে সর্বদলীয় কেন্দ্র রক্ষা কমিটি গঠনের প্রস্তাব দেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রতিটি আসনে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা একই মঞ্চে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা করবে—এ জন্য ইসি ব্যবস্থা নিচ্ছে। তিনি জানান, মসজিদ, মন্দির, গির্জা, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে আইন–শৃঙ্খলা রক্ষায় যুক্ত রাখা হচ্ছে। এ ছাড়া হারানো অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৮১ শতাংশ উদ্ধার করা গেছে এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে ইসিতে একটি আলাদা সেল গঠনের প্রস্তুতি চলছে।

  • অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি
  • ৫ আগস্ট লুট হওয়া অস্ত্র উদ্ধারের ব্যবস্থা
  • ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণের তাগিদ
  • বড় দুই দল আচরণবিধি মানে না—তাদের প্রার্থিতা বাতিলের দাবি
  • এজেন্টদের ভোটকেন্দ্রে থাকতে বাধা দেওয়ার বিষয়টি আচরণবিধিতে যুক্ত করার প্রস্তাব
  • ইসির ক্ষমতা প্রয়োগে জোর দাবি
  • স্বচ্ছ পদ্ধতিতে পোস্টাল ব্যালটের তালিকা তৈরির সুপারিশ
  • আচরণবিধি লঙ্ঘন রোধে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • রিটার্নিং কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ
  • এজেন্টদের ভোটের আগে প্রশিক্ষণের ব্যবস্থা
  • ফেক চেকিং ও এআই ব্যবহারে নিয়ন্ত্রণ দাবি
  • নমিনেশন পেপার জমার পরই নির্বাচনী এজেন্টদের তালিকা দিতে হবে
  • লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
  • অবৈধ টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর