সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ এবং তার প্রশাসন শাখার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্য, দুর্নীতি ও জাতীয় সমবায় দিবস ও জাতীয় সমবায় পুরস্কার প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, অধিদপ্তরের কাঙ্ক্ষিত পদে বদলি বাণিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে এবং এতে প্রশাসন শাখার কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত রয়েছেন।
অভিযোগে বলা হয়, পদায়ন বা বদলির ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা, চাকরির মেয়াদ বা নীতিমালা বিবেচনা না করে ১০ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে পদায়ন করা হচ্ছে।
এ প্রক্রিয়ায় নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজের পাশাপাশি অতিরিক্ত নিবন্ধক মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী, যুগ্ম নিবন্ধক মোহাম্মদ হেলালউদ্দিন, উপনিবন্ধক মুহাম্মদ তানিম রহমান এবং ঢাকা বিভাগের যুগ্ম নিবন্ধক মোঃ কামরুজ্জামানের নাম উঠে এসেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ২০২৪ সালের মার্চে মুনিমা হাফিজকে শিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বর্তমানে তিনি দ্বিতীয় দফায় নিবন্ধক ও মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
অভিযোগ রয়েছে, তিনি বিগত সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন এবং বদলি বাণিজ্যে সিন্ডিকেট গড়ে তুলেছেন।
দুর্নীতি দমন কমিশন ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এ সিন্ডিকেটের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ছাড়া ৫৩তম জাতীয় সমবায় দিবসে সোনার পদকের পরিবর্তে পিতলের পদক প্রদান এবং ৫৪তম জাতীয় সমবায় পুরস্কার ২০২৪–এর মনোনয়ন প্রক্রিয়ায় অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
বিষয়টি অবহিত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপদেষ্টা যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান বলে জানা গেছে।
এর ফলে পুরস্কার প্রদান কার্যক্রম স্থগিত হয়, যা সমবায় অধিদপ্তরের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়াও ৫৪তম সমবায় দিবসের বিশেষ সংখ্যা ‘সমবায় পত্রিকা’য় বিতর্কিত লেখক ও বিষয়বস্তু প্রকাশের ঘটনায় বিভাগীয় সচিব সংখ্যা বাতিল করে পুনর্মুদ্রণের নির্দেশ দেন।
মঞ্চ সজ্জা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়, যেখানে বিগত সরকারের ব্যানার ও থিম ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়।
এ সব অনিয়ম ও দুর্নীতির দায় নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ ও তার সিন্ডিকেটের ওপর বর্তায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে বক্তব্য নিতে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ বলেন, আমি কোন ধরনের অনিয়মের সাথে যুক্ত নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: