মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ট্রাইব্যুনালের আজকের রায়ে জুলাই হত্যাকাণ্ডে পলাতক দুজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবমাননা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বলেও এতে বলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করা ভারতের দায়িত্ব ও আন্তর্জাতিক অঙ্গীকারের অন্তর্ভুক্ত।
এসআর
মন্তব্য করুন: