দেশের নন-এমপিওভুক্ত শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানে
সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে নন-এমপিও ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, শিক্ষার গুণগত মান বাড়ানো এবং টেকসই উন্নয়নের ভিত্তি মজবুত করতে বিপুল সংখ্যক নন-এমপিও শিক্ষাকর্মীর সমস্যাগুলো সমাধানে সরকার অগ্রাধিকার দিচ্ছে। স্বচ্ছ, কার্যকর ও বাস্তবসম্মত একটি এমপিও কাঠামো তৈরির লক্ষ্যে নিয়মিত নীতিমালা সংস্কার এবং অগ্রগতির পর্যালোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষা জাতীয় উন্নয়নের মূল শক্তি—এ লক্ষ্য পূরণে রাজনৈতিক দল, শিক্ষা সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাসদের সহ–সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি—এমপিওভুক্তকরণ—এর নীতিমালা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সরকারের চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসআর
মন্তব্য করুন: