[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাইব্যুনালে হাসিনার বিচার নিয়ে সাকা চৌধুরীর পুরোনো মন্তব্য আবার ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৫:৫৯ পিএম

সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী—সাকা চৌধুরী নামে পরিচিত—ফাঁসি কার্যকরের এক দশক পর আবারও আলোচনায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার ও বক্তব্য নিয়ে বিতর্ক তখনই ছিল; এবার সেই পুরোনো বক্তব্যই নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত সোমবার (১৭ নভেম্বর) গত বছরের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর থেকেই অনেকেই সাকা চৌধুরীর একটি পুরোনো মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দিতে গিয়ে সাকা চৌধুরী বলেছিলেন—
“এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে…”

দীর্ঘ রাজনৈতিক জীবনে ছয়বারের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বিচারের প্রক্রিয়া তখন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল; সরকারবিরোধী পক্ষ তা ‘ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করলেও সরকার ও প্রসিকিউশন তা নাকচ করে।

শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর সাকা চৌধুরীর সেই বক্তব্য এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে—বিশেষ করে সামাজিক মাধ্যমে রাজনৈতিক আলোচনায় এটি নতুন মাত্রা যুক্ত করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর