[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই–আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৩:০৭ পিএম

সংগৃহীত ছবি

জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শুরু হলে দীর্ঘ ৪৫৩ পৃষ্ঠার রায় ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়। রায়টি মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত।

রায়ের প্রথম অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। এরপর অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী বাকি অংশগুলো উপস্থাপন করেন।

রায়ে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, বিভিন্ন স্থান থেকে সংগৃহীত তথ্য–উপাত্ত ও সাক্ষ্য–বিবৃতির ভিত্তিতে মামুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর