[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১১:০২ এএম

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট এলাকায়

ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। পরে বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, ছবির হাট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি যাচাই-বাছাই করছে।

স্থানীয়দের মতে, শাহবাগ থানার দক্ষিণ পাশে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ছবির হাট এলাকায় কিছু দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর