নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রভাষক পদের নিয়োগ পরীক্ষায় সরকারি গাড়ি ব্যবহার করে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে অন্তবর্তী সরকারের একজন উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) আশিকুর রহমানের বিরুদ্ধে।
তিনি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা সূত্র জানায়, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের নিয়োগ পরীক্ষায় শনিবার আশিকুর রহমানসহ ২৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে ১৪ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, আশিকুর রহমান সরকারি লোগো ও ফ্ল্যাগ স্ট্যান্ডযুক্ত গাড়িতে করে ক্যাম্পাসে আসেন এবং পরীক্ষা শেষে একই গাড়িতে ঢাকায় ফেরেন।
গাড়ির ছবি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে বিষয়টি আলোচনার জন্ম দেয়। অনুসন্ধানে জানা গেছে, গাড়িটি বন অধিদপ্তরের সহকারী প্রধান বন সংরক্ষক কার্যালয়ের নামে নিবন্ধিত।
এ বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান বলেন, তিনি অসুস্থ অবস্থায় হঠাৎ পরীক্ষার খবর পান এবং সাহায্য নিয়ে ক্যাম্পাসে যান। তাঁর দাবি, “আমি কোনো তদবির করতে আসিনি। একজন চাকরিপ্রার্থীর ভুল ধারণা থেকেই বিষয়টি ছড়িয়েছে।”
বন অধিদপ্তরের সহকারী প্রধান বন সংরক্ষক হক মাহবুব মোরশেদ জানান, অধিদপ্তরের গাড়িগুলো রেঞ্জ কর্মকর্তার তত্ত্বাবধানে থাকে, এবং তিনি বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন।
নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ তামজিদ হোছাইন বলেন, তিনি ঘটনা সম্পর্কে অবগত নন এবং নিয়োগ পরীক্ষায় প্রার্থীরা কোন মাধ্যমে এসেছেন তা বোর্ডের বিবেচ্য বিষয় নয়। বোর্ড শুধুমাত্র প্রার্থীর যোগ্যতা যাচাই করে থাকে।
এসআর
মন্তব্য করুন: