[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের গুলি করার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৮:০৪ পিএম

সংগৃহীত ছবি

জননিরাপত্তা ও পুলিশ সদস্যদের ওপর হামলা প্রতিরোধে বাসে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে এই নির্দেশনা দেন তিনি। টহলরত ডিএমপির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও প্রকাশ্যে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

পরে মুঠোফোনে ঢাকা পোস্ট–কে ডিএমপি কমিশনার নিজেই নির্দেশনার সত্যতা নিশ্চিত করেন। বাসে আগুন বা ককটেল হামলার ঘটনায় গুলি চালানোর নির্দেশ কেন দেওয়া হয়েছে—এ প্রশ্নে তিনি বলেন,
“হ্যাঁ, বলেছি। কেউ যদি বাসে আগুন দেয়, পুলিশ কিংবা জনগণের ওপর ককটেল নিক্ষেপ করে, তাহলে গুলি করতে বলেছি।”

আইনি কাভারেজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন,
“একশতে একশই আইনে কাভার করে। দণ্ডবিধির ৯৬ থেকে ১০৪ ধারায় স্পষ্ট বলা আছে—কোনো ব্যক্তি নিজের জীবন, শারীরিক নিরাপত্তা বা সম্পদ রক্ষা করতে প্রয়োজনে প্রাণঘাতী প্রতিরোধও করতে পারে।”

ডিএমপি কমিশনার জানান, মাঠের সদস্যদের আইনের এই অংশ স্মরণ করিয়ে দেওয়ার জন্যই তিনি বার্তাটি দিয়েছেন। তার ভাষায়—
“যে কেউ বাসে আগুন দেবে, ককটেল ছুড়বে—পুলিশ বা জনগণের জীবনহানি ঘটানোর চেষ্টা করবে—তুমি আইন অনুযায়ী গুলি করবে।”

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা আছে: ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে সংঘটিত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর