[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৭:৪৯ পিএম

সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)।

রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সেনা মোতায়েনের জন্য সেনাসদরে চিঠি পাঠিয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনা মোতায়েনের অনুরোধসংবলিত চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গত ১৩ নভেম্বর রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম. এইচ. তামিম, ফারুক আহম্মদসহ আরও অনেকে।

এ রায় সরাসরি সম্প্রচার করা হবে, যা গোটা বিশ্ব প্রত্যক্ষ করতে পারবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে।

রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা প্রতিরোধে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টিমও প্রস্তুত রাখা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর