গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার।
পাশাপাশি দেশের ছয় জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল এনেছে সরকার।
রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আবু সাঈদ।
নতুন নিয়োগ ও বদলি:
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে।
এসআর
মন্তব্য করুন: