সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে আগামী শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাস এলাকায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।
এ কারণে সেনানিবাস এলাকায় নির্দিষ্ট সময় যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রবিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ককে যানজটমুক্ত রাখতে কিছু সময়সীমায় সাধারণ যানবাহনের চলাচল সীমিত থাকবে।
নির্দেশনা অনুযায়ী—
এই সময়ে সেনানিবাসে বসবাসকারী ব্যক্তিদের ও আমন্ত্রিত অতিথিদের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন সেনানিবাস এলাকায় প্রবেশ বা চলাচল করতে পারবে না। জনসাধারণকে এ সময় বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
বিভিন্ন স্থানে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত
সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে একইদিন (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের পাঁচটি জেলায় নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা এসব জাহাজ ঘুরে দেখতে পারবেন।
উন্মুক্ত স্থানগুলো হলো—
এসআর
মন্তব্য করুন: