[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

ভিসা নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকতে বলছে ব্রিটিশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৬:০০ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্যারান্টিযুক্ত নয়—এ কথা পুনর্ব্যক্ত করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

ভিসা নিশ্চিত করে দেওয়ার নামে প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তারা নিঃসন্দেহে প্রতারক। যুক্তরাজ্যের ভিসা বা ইটিএ ইস্যু সম্পূর্ণভাবে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এবং এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

সতর্কবার্তায় আরও বলা হয়, ভিসা আবেদন, নথি যাচাই ও মূল্যায়ন যুক্তরাজ্যের অফিসিয়াল সিস্টেমের মাধ্যমেই পরিচালিত হয়। তাই এ বিষয়ে কোনো শর্টকাট বা বিকল্প নিশ্চয়তার সুযোগ নেই।

নাগরিকদের ভিসা সংক্রান্ত সঠিক নিয়মনীতি, প্রয়োজনীয় নথি ও যাচাই-বাছাই সংক্রান্ত সব তথ্য ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর