রাজধানীর রায়েরবাজার গণকবরে সমাধিস্থ ‘জুলাই গণ–অভ্যুত্থানের’ অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল।
আগামী ৫ ডিসেম্বর দলটি ঢাকায় পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণ কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্থানীয় সরকার উপদেষ্টা জানান, ফরেনসিক টিমের কাজ নির্বিঘ্ন করতে কবরস্থানের নিকটেই একটি অস্থায়ী মর্গ স্থাপন করা হবে। সেখানে দেশি–বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের যৌথ তত্ত্বাবধানে শহীদদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এই পুরো উদ্যোগটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আশা প্রকাশ করেন—
“আমরা বিশ্বাস করি, অভ্যুত্থানের সময় শহীদ হওয়া সবাইকে শনাক্ত করা সম্ভব হবে এবং তাঁদের নাম সরকারিভাবে শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।”
এসআর
মন্তব্য করুন: