সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেফতারের কয়েক ঘণ্টা পরই জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে দুপুরে হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। মামলাটি হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা হয়েছিল।
গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শনিবার সেই পরোয়ানা অনুসারে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মনোমালিন্যের জেরে স্ত্রী রিয়া মনিকে বাসা থেকে বের করে দেওয়ার পর মীমাংসার কথা বলে তাকে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেন হিরো আলম। সেখানে উপস্থিত আরও ১০–১২ জনের সহায়তায় রিয়া মনিকে পিটিয়ে আহত করা হয়। এ সময় তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
বিকেলে আদালতে হাজির করার পর বিচারক হিরো আলমের জামিন মঞ্জুর করেন।
এসআর
মন্তব্য করুন: