[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

নতুন ইউনিফর্মে পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ৫:২৪ পিএম

সংগৃহীত ছবি

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে।

 জুলাই মাসের গণআন্দোলনের সময় সাধারণ পুলিশ সদস্যরাও বর্তমান ইউনিফর্ম বদলের দাবি জানান। সেই প্রেক্ষিতে চলতি বছরের শুরুতেই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার নতুন পোশাকে দেখা গেল পুলিশ সদস্যদের।

শুক্রবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ ইউনিট ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন ইউনিফর্ম পরতে শুরু করেছেন। তবে জেলা পুলিশ পর্যায়ে এখনো নতুন পোশাক বিতরণ সম্পূর্ণ হয়নি; পর্যায়ক্রমে তাদেরও প্রদান করা হবে।

নতুন ইউনিফর্মে মহানগর পুলিশের জন্য নির্ধারিত হয়েছে লোহার (আইরন) রঙ। এই একই রঙের পোশাক পরবে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো—পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌপুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, “১৫ নভেম্বর থেকে দেশের সব মহানগরে নতুন ইউনিফর্ম চালু হয়েছে। পর্যায়ক্রমে পুরো পুলিশ বাহিনী একই পোশাকে রূপান্তরিত হবে।”

নতুন পোশাক চালুর মাধ্যমে পুলিশের চেহারায় আনুষ্ঠানিকভাবে এসেছে দৃশ্যমান পরিবর্তন, যা বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর