[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ২:৪৬ পিএম

কার্যক্রম স্থগিত থাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগকে নিবন্ধিত দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুই নেতা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট ও বিমান–সামুদ্রিক খাতে সহযোগিতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।

নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক। ভোটার উপস্থিতিও হবে উল্লেখযোগ্য। লাখো তরুণ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, যা গত ১৬ বছরের স্বৈরশাসনের তিনটি সাজানো নির্বাচনে সম্ভব হয়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর