[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে না যাওয়ার বিষয়ে হাইকোর্টের আশ্বস্ততা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ১:০১ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর–সংক্রান্ত চুক্তি প্রক্রিয়া নিয়ে দাখিল করা রিট আবেদনের রুল শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন। শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতকে জানান, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর করা হবে না।

রিটের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল।

শুনানি শেষে অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের জানান, চুক্তি-সংক্রান্ত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চেয়ে আবেদন করা হলে আদালত রুল শুনানির সময়সীমা ঠিক করেন।

এরপর আবেদনকারীপক্ষ ওই সময় পর্যন্ত কোনো অগ্রগতি না করার অনুরোধ জানায়। এ সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে পুনরায় আশ্বস্ত করেন যে রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করা হবে না।

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন চলতি বছরের শুরুতে রিট আবেদন করেন।

প্রাথমিক শুনানি শেষে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়—দেশি অপারেটরদের সুযোগ না দিয়ে পিপিপি আইন ও নীতি লঙ্ঘন করে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এনসিটি পরিচালনা–সংক্রান্ত চুক্তি প্রক্রিয়া কেন আইনসঙ্গত কর্তৃত্বের বাইরে হবে না।

পাশাপাশি এনসিটি পরিচালনায় কোনো অপারেটর নিয়োগের আগে আইন অনুযায়ী ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেওয়া হবে না।

রুলের জবাব দিতে নৌ সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহ সময় দেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর