ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে
অংশগ্রহণের জন্য আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের সমন্বয়ে গঠিত নিরাপত্তা সহযোগিতা কাঠামো কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম বৈঠক আগামী ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার জন্য খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এটি হবে তাঁর প্রথম ভারত সফর।
সূত্র বলছে, মূল সংলাপ ছাড়াও অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: