দেশের আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন—
সরকারি সূত্র জানায়, নবনিযুক্ত জেলা প্রশাসকরা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
এর আগে চলতি সপ্তাহেই দুই দফায় মোট ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
রোববার (৯ নভেম্বর) ১৪ জেলায় এবং শনিবার (৮ নভেম্বর) ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম দফায় ডিসি পরিবর্তন হয় নোয়াখালী, ঢাকা, খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, বরগুনা, গাজীপুর, কুষ্টিয়া, ভোলা, পিরোজপুর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট ও গাইবান্ধাসহ ১৫ জেলায়।
দ্বিতীয় দফায় নিয়োগ দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুরে।
এ নিয়ে নভেম্বর মাসে তিন দফায় মোট ৩৮ জেলায় জেলা প্রশাসক পরিবর্তন করা হলো, যা সাম্প্রতিক সময়ে প্রশাসনে অন্যতম বড় পরিসরের রদবদল বলে বিবেচিত হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: