[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

ডিআরইউ নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন যারা

সাইদুর রহমান

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১০:০৮ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির লোগো

আগামী ৩০ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচন।

এ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল বৃহস্পতিবার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ২১টি পদে ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সভাপতি পদে মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান সভাপতি আবু সালেহ আকন, সাবেক দুই বারের সভাপতি মুরসালিন নোমানী, বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি রোকন উজ জামান।

সহসভাপতি পদে মনোনয়ন নিয়েছেন সাবেক দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম,সাবেক তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ এবং সাবেক সহসভাপতি ওসমান গণি বাবুল।

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান এবং সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল আহসান।

যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন সাবেক দপ্তর সম্পাদক জাফর ইকবাল ও সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন।

অর্থ সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন এবং *দ্য বাংলাদেশ টুডে এর বিশেষ প্রতিনিধি নিয়াজ মাহমুদ সোহেল।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন বর্তমান কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জমান, সাবেক কার্যনির্বাহী সদস্য এম এম জসিম , সাবেক কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, সাবেক কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা এবং বর্তমান আপ্যায়ন সম্পাদক ছলিম উল্লাহ মেজবাহ।

দপ্তর সম্পাদক পদে একমাত্র মনোনয়ন ফরম নিয়েছেন মানবজমিনএর রাশিম মোল্লা।

নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন সাবেক কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌসী পান্না, নারগিস জুই এবং রুপালী বাংলাদেশের স্বপ্না চক্রবর্তী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী ও মেজবাহ শিমুল।

ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন সাবেক ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা এবং দৈনিক যুগান্তর এর ওমর ফারুক রুবেল।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন সাবেক কার্যনির্বাহী সদস্য দেলোয়ার মহিন ও জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেল।

আপ্যায়ন সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন বর্তমান কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম ভূঁইয়াও এসইউ সেলিম।
কল্যাণ সম্পাদক পদে একমাত্র মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান সম্পাদক রফিক মৃধা।

সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং সাবেক কার্যনির্বাহী সদস্য **সায়িদ আবদুল মালিক।

কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন নিয়েছেন সাবেক আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, চ্যানেল আইয়ের আকতার হোসেন, প্রতিদিনের বাংলাদেশের আব্দুল আলিম, আমার দেশের মাহফুজ সাদী, বাংলাদেশ প্রতিদিনের আলী আজম, আল আমিন আজাদ,রেজাউর রহিম, মাজহারুল ইসলাম, সৈয়দ আকতার সিরাজী ও সুমন চৌধুরী।

ডিআরইউ নির্বাচনের সার্বিক বিষয়ে সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন বলেন,
পেশাদার রিপোর্টারদের সেরা সংগঠন ডিআরইউ। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমাদের সদস্যরা সবসময় যোগ্য নেতৃত্ব বেছে নেন—এবারও এর ব্যতিক্রম হবে না। প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠা হওয়া এ সংগঠনটি দিন দিনে একটি বটবৃক্ষ হয়ে দাড়িয়েছে। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর