[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানাল ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা এই প্রশংসা জানান।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত একটি “সময়োপযোগী ও বাস্তবধর্মী পদক্ষেপ”। এতে দেশের সাধারণ জনগণ আশাবাদী ও উৎসাহিত হয়েছেন। রাজনৈতিক অঙ্গনে যে সংশয় তৈরি হয়েছিল, এই ঘোষণার মধ্য দিয়ে তা অনেকটাই দূর হয়েছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, “আমরা বিশ্বাস করি— দেশের সব রাজনৈতিক দল এখন আর কোনো নতুন দাবি উত্থাপন না করে আসন্ন নির্বাচনী কার্যক্রমে সম্পূর্ণভাবে মনোনিবেশ করবেন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা দেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও সুসংহত করবে।”

বিবৃতিতে স্বাক্ষরকারীরা

১. মোস্তফা জালাল হায়দার, চেয়ারম্যান, জাতীয় পার্টি ও ১২ দলীয় জোট প্রধান
২. শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র, ১২ দলীয় জোট
৩. সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দল ও সমন্বয়ক, ১২ দলীয় জোট
৪. ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
৫. প্রফেসর নুরুল আমিন বেপারি, চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশ
৬. লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি
৭. শামসুদ্দিন পারভেজ, চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি
৮. মাওলানা আব্দুল রকিব, চেয়ারম্যান, ইসলামী ঐক্য জোট
৯. অ্যাডভোকেট আবুল কাশেম, মহাসচিব, বাংলাদেশ ইসলামিক পার্টি
১০. আমিনুল ইসলাম, চেয়ারম্যান, ইউনাইটেড লিবরাল পার্টি
১১. এম. এ. মান্নান, সভাপতি, নয়া গণতান্ত্রিক পার্টি
১২. ফিরোজ মো. লিটন, চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর