রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সদস্যরা বুধবার রাত থেকেই মাঠে রয়েছেন।
তিনি বলেন, “রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় বিজিবির ১৪টি প্লাটুন মোতায়েন রয়েছে। তারা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।”
এদিকে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে এবং নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বরকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রোরেল স্টেশন, নৌ ও বাস টার্মিনালসহ গণপরিবহন কেন্দ্রগুলো কড়া নজরদারির আওতায় রাখা হয়েছে। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কমলাপুর রেলস্টেশন এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।
সাম্প্রতিক কয়েকদিনে রাজধানী ও আশপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও চোরাগোপ্তা হামলার ঘটনাও ঘটেছে। এসব পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে টহল দিচ্ছেন, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
এসআর
মন্তব্য করুন: