ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ১৮টি চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে।
এরমধ্যে একটি ব্যাংক, আটটি বাস, একটি ট্রেন ও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুই স্থানে পেট্রোল বোমা হামলার খবর পাওয়া গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে।
পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় অন্তত ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর চারটি স্থানে, গাজীপুরের তিনটি স্থানে এবং আশুলিয়ায় একটি স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে।
ঢাকার তিন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে এক আনসার সদস্য আহত হন।
এর আগে মঙ্গলবার চারটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হন। এ নিয়ে গত তিন দিনে ১৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
এসআর
মন্তব্য করুন: