[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ২:২৭ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়াই আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ১২টি দলের সঙ্গে আলোচনা করবে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে অন্যান্য নিবন্ধিত দলগুলোকেও সংলাপে আমন্ত্রণ জানানো হবে। তবে নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগকে সংলাপে ডাকছে না নির্বাচন কমিশন।

আজ সকালে সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিকেলে আলোচনায় অংশ নেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

এদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দল এ দাবি জানায়।

সংগঠনটি ইসিকে দেওয়া এক চিঠিতে জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগী বা ২০২৪ সালের “ডামি নির্বাচনে” অংশ নেওয়া দলগুলোকে সংলাপে ডাকা হলে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হতে পারে।

তারা প্রস্তাব করেছে, ইসি যেন কেবল সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে যাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে আলোচনা করেছে।

আগামী ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই আজকের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর