রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনের
বগিতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। শুরুতে রেললাইনে আগুন লাগার খবর পাওয়া গেলেও পরে জানা যায়, এটি একটি পরিত্যক্ত কোচে আগুন দেওয়ার ঘটনা।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, আগুনে বগির দুটি সিট আংশিকভাবে পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে মোরশেদ (৪০) ও জাকির (২৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ে জেলা পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: