[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

ঢাকায় ভারতীয় কূটনীতিক তলব: শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ৯:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ভারতের মূলধারার গণমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ-কে তলব করেছে বাংলাদেশ সরকার।

এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র নিশ্চিত করে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের পক্ষের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে— একজন বিচারাধীন ও পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তার মাধ্যমে বাংলাদেশবিরোধী বক্তব্য প্রচার বা দেশবিরোধী উসকানিমূলক কার্যকলাপের সুযোগ তৈরি করা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’

বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়েছে, তিনি যেন নয়াদিল্লিকে অবহিত করেন যে, শেখ হাসিনার এ ধরনের গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে সীমিত করার বিষয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর