[email protected] বুধবার, ১২ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার খোলা থাকবে দোকান ও শপিংমল : ব্যবসায়ী মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ২:০১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়, ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতি সচল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বৃহস্পতিবার দোকান ও বিপণিবিতান খোলা থাকবে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর সারা দেশে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে থেকেই রাজধানী ও বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গত কয়েক দিনে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের অনেকেই রাজধানীর বাইরে থেকে এসেছে এবং হেলমেট-মাস্ক পরে এসব ঘটনায় অংশ নিচ্ছে। অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে জানানোর পাশাপাশি নিজের যানবাহন ব্যবহারে সতর্ক থাকতে হবে। নাশকতাকারীদের প্রতিহতে জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো ধরনের সন্ত্রাস বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

এদিকে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, লকডাউন কর্মসূচি ঘিরে কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে লক্ষ্যে প্রস্তুত থাকতে হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর