সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করেছে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
পিএসসি জানায়, এই বিশেষ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের লক্ষ্য ছিল।
লিখিত ও মৌখিক পরীক্ষার সব ধাপ শেষে ৬৬৮ জনকে যোগ্য বিবেচনা করে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
এবারের বিশেষ বিসিএসের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন। তাদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।
শিক্ষা ক্যাডারের শূন্যপদ পূরণের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২১ জুলাই।
পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।
পিএসসি সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পরপরই মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হবে।
উত্তীর্ণ প্রার্থীদের আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হতে পারে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে দীর্ঘদিনের শিক্ষা ক্যাডারের শূন্যপদ পূরণে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: