বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও সাড়ে তিন মাসের জন্য বৃদ্ধি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ মেয়াদ বৃদ্ধির ফলে সেনাবাহিনী ছাড়াও কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশেষ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনিক সমন্বয় বজায় রাখতেই এ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য (৬০ দিন) এসব কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)।
এসআর
মন্তব্য করুন: