[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

রাজধানীতে ককটেল বিস্ফোরণ: সন্দেহভাজন গ্রেপ্তার, নিরাপত্তা জোরদারের কথা জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে ঘটে যাওয়া সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রাথমিক তদন্তে ওই যুবককে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।

বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে সংঘটিত ককটেল বিস্ফোরণসহ সংশ্লিষ্ট একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সংঘটিত এই জঘন্য ও কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান আরও জোরদার করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়— ধর্মীয় সহাবস্থান ব্যাহত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং প্রয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর