নিষিদ্ধ রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনগুলো যদি বিক্ষোভ বা নাশকতার কোনো উদ্যোগ নেয়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
প্রেস সচিব লিখেছেন, “নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলো হয়তো মনে করছে, তারা সহিংসতা সৃষ্টি করে রাজধানী দখলের চেষ্টা করতে পারবে।
কিন্তু এটি এখন নতুন বাংলাদেশ—যেখানে আইনের শাসনই চূড়ান্তভাবে কার্যকর হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করা ঠিক হবে না। এখন আর পুরোনো সময় নয়—এটি নতুন সময়, নতুন বাস্তবতা।
এসআর
মন্তব্য করুন: