[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২

দিনাজপুরে আজ দুদকের ১৯০তম গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ৮:৩১ এএম

জনসচেতনতা বৃদ্ধি, সরকারি দপ্তরে সেবার মানোন্নয়ন এবং

নাগরিক হয়রানি রোধে দিনাজপুরে আজ অনুষ্ঠিত হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯০তম গণশুনানি।

সোমবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

গণশুনানিতে সরকারি বা স্বায়ত্তশাসিত দপ্তর থেকে সেবা নিতে গিয়ে যেসব নাগরিক হয়রানির শিকার হয়েছেন বা বঞ্চিত হয়েছেন, তারা সরাসরি কমিশনের কাছে অভিযোগ পেশ করতে পারবেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

সংস্থাটি জানায়, সরকারি সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে সততা ও জবাবদিহিতা বৃদ্ধি, এবং দুর্নীতি প্রতিরোধই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

গণশুনানিকে ঘিরে দিনাজপুর জেলায় ইতোমধ্যে মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বুথ ও অভিযোগ বাক্সও স্থাপন করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, দিনাজপুরবাসীর মধ্যে এ গণশুনানি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দুর্নীতিবিরোধী নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী ও সচেতন মহলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর