[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

ভারত থেকে আসবে ৫০ টন চাল, ব্যয় ২১৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৭:২২ পিএম

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার টন

নন-বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক দরপত্রের আওতায় “প্যাকেজ-০৩” এর অধীনে এই চাল আমদানি করা হবে। ভারতের মেসার্স গুরুদেব এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি সরবরাহ করবে চালগুলো। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৬.৭৮ মার্কিন ডলার।

এর আগে, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একই কমিটির বৈঠকে “প্যাকেজ-০১” এর আওতায় আরও ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। সেই চাল সরবরাহ করবে ভারতের এম/এস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। ওই চাল আমদানিতে ব্যয় হবে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

এছাড়া বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়— সরকারি পর্যায়ে (জিটুজি পদ্ধতিতে) যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির।
এই গম সরবরাহ করবে ইউ.এস. গম অ্যাসোসিয়েটস-এর অনুমোদিত প্রতিনিধি প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড।
মোট ব্যয় ধরা হয়েছে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা, প্রতি টনের মূল্য ৩০৮ মার্কিন ডলার।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর