[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

টেকসই উন্নয়নে তারুণ্যের শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে : উপদেষ্টা আদিলুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৭:০৫ পিএম

সংগৃহীত ছবি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তরুণ জনগোষ্ঠী।

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এই তারুণ্য শক্তিকে যথাযথ শিক্ষা-প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।’

রোববার (৯ নভেম্বর) সকালে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দক্ষতা, নীতি ও সততার সমন্বয়ই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। দক্ষ জনগোষ্ঠীর মধ্যে সততা ও দেশপ্রেমের ঘাটতি থাকলে উন্নয়নের পরিকল্পনা স্থায়ীত্ব পাবে না। প্রকৌশলীরা শুধু ফরমায়েশী কাজে সীমাবদ্ধ থাকলে চলবে না; বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে হবে।’

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন আইডিইবিকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি।’ প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে উপদেষ্টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এর মূল চেতনা বাস্তবায়নে কাজ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

আলোচনা শেষে উপদেষ্টা আইডিইবি ভবন প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি আইডিইবি ভবন থেকে শুরু হয়ে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় ও বিজয়নগর প্রদক্ষিণ করে পুনরায় আইডিইবি ভবনে এসে শেষ হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর