[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করা হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে যে খবর প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ গুজব।

এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীর সদস্য কমানোর বিষয়ে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা আগের মতোই মাঠে রয়েছে।’

আওয়ামী লীগের চলমান কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি ঘোষণা করেছে, সে বিষয়ে সরকার কোনো ধরনের শঙ্কায় নেই।’

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর