[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৪:০৬ এএম

সংগৃহীত ছবি

দেশের ১৫ জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আনতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ডিসিদের বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে অবিলম্বে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে মাঠ প্রশাসনে এ ধরনের পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর