[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

সরকারি ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ২:৩৪ এএম

লোগো

নতুন বছরে সরকারি ছুটির তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি দিন।

ফলে ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি ভোগ করবেন দেশের সরকারি চাকরিজীবীরা।

এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

২০২৫ সালে সরকারি ছুটি ছিল মোট ২৭ দিন। এর মধ্যে ১৩ দিন ছিল সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ঘোষিত। ওই বছরও ৯ দিন সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে গিয়েছিল।

২০২৬ সালের ছুটির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৫ আগস্টের ছুটি। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ‘সাধারণ ছুটি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের ২ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সাল থেকেই দিনটি সরকারি ছুটির ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর